ওরে ও তুই কি করছিস
গাছের আঁড়াল হয়ে,
জানতাম তো তুই ভালো ছেলে
পাড়ার সবার থেকে।


রাস্তায় যখন দেখতাম তোকে
হাটছিস মাথা নিচু করে,
হাঁদারাম তুই প্রেম পিরিতি
বুঝলি কেমন করে?


বোম মারিলে শব্দ ওরে
বাহির নাহি হত,
ইটিস পিটিস কত আলাপ
শিখলি কোথা হতে?


রাস্তার মোড়ের চায়ের দোকান
চিনতিস না তুই আগে,
লিটনের ঐ ফ্লাট টি হাঁদা
কে চিনালো তোরে?


শুনরে ওরে হাঁদারা সব
যাহাই করছিস ছুপকে,
ঘরে যে তোর মা বোন আছে
মাথায় রাখিস ওরে।