আজ বড্ড মনে পড়ছে বাড়ীর কথা
হৃদয় গহিনে কেমন,চিনচিন করে উঠে
অজানা এক ব্যাথা।
মনের ভেতর উঁকিঝুঁকি দিচ্ছে
আবছা কিছু মুখ,কিছু পুরনো কথা।
বাল্যবন্ধু-সহপাঠিরা কে আছেন কোথা,
বিশাল এই পৃথীবিতে সবার সাথে
কবে হবে ফের দেখা?
কতদিন নেয়া হয়না প্রানখুলে
হাসনাহেনা,বকুল,রজনীগন্ধার
মনমাতানো সূরভীত গন্ধ।
হাঁটা হয়না কতদিন শিশির ভেজা
ঘাসে,স্যাঁতস্যাতে মাটির উপর।
গ্রামের বৈচিত্র স্বচক্ষে দেখা হয়না,
কেটে গেছে পূর্ণ কয়েক বসন্ত।