হনহন করে ছুটছিস তুই
পিছঢালা ঐ পাথর পথে,
অনাহারে কেউ পড়ে আছে
চোখ খুলে তুই দেখস না রে।


পোলাও কোরমা যাহাই খাচ্ছিস
এসব তোর একার না রে,
গরিব যদি না খেয়ে মরে
হাশরেতে তোর বিচার হবে।


ওরে ও তুই ধনী বলে
আছিস নতুন পোষাক পরে,
ওই দেখ ওই দেখ গরিব ছেলে
পথের ধারে কাঁদছে বসে।


দাও বুজিয়ে গরিবের হক
জীবনটা কে কর সার্থক,
মানবতা আজ সবার দিলে
উঠুক জেগে সমান তালে।