যাচ্ছি আমি চলে ও মা
কাঁদছিস কেন বল,
পৃথিবীর জুড়ে ঘুমিয়ে আছে
আমার ভাই সকল।


মা!
আর কোনো দিন হবেনা মোর,
তোমার সাথে দেখা
বিদায় বেলা হাতটি গালে,
দিয়ে দাওনা ছোঁয়া।


জানি তোমার চোখের পানি,
শুকিয়ে হয়েছে শেষ,
ভালো থেকো যতটুকু পারো,
আমি-ও থাকব বেশ।


বোনটি আমার স্কুলে গেছে
ওই শত্রুদের ভিড়ের মাঝে,
আসতে যদি দেরি হয় তার
বুঝে নিস!সে আসবেনা কভু ফিরে।


মা!
হঠাৎ যদি শত্রুর গুলি
লাগে তোমার বুকে,
চিৎকার করে কাঁদিস না
ভাইদের ঘুম ভেঙ্গে যাবে।


যতদিন বেঁচে থাকবি ও মা
এই নশ্বর পৃথিবীতে,
কারো কাছে হাত পাতিস না মা
কেউ আসবে না তোর ডাকে।


রচনাকাল...
২৬ জুন ২০১৬ খ্রিস্টীয় সন।