কি দোষ ছিল মাগো আমার
কি দোষ ছিল মা,
ডাষ্টবিনে কেন জায়গা হল
তোমার কোলে না।


পেটে কেন রাখলে মাগো
কেন কষ্ট পেলে,
পরিচয় দিতে লজ্জা পেলে
কেন আনলে ভবে।


কুকুর কেমন শুঁখছে দেখ
রক্ত খাচ্ছে চেটে,
একটু পরে খাবে হয়তো
আমার মাংস ছিঁড়ে।


আমায় ভুলে ভালো থেক
এই নষ্ট সমাজে,
আমি এক পাপের ফসল
সন্তান নষ্টবীর্যের।


উৎসর্গঃ
সমাজের অতি আধুনিক প্রগতিশীলদের কে।