বৃদ্ধ বলে বাবা কেন আজ বৃদ্ধাশ্রামে যাবে
শুনে রাখো ওরে আজিকের নওজোয়ান
তুমিও বৃদ্ধ হবে।
আজিকে বাবা বৃদ্ধ বলে করো নাকো অবহেলা
সময় গড়িয়ে সন্ধা আসিবে
বুঝবে পড়ন্ত বেলায়।
ছোট্ট তোমায় কোলে পিঠে কাঁধে নিয়েছেন কত
মানুষের মত মানুষ করিতে তোমায়
ব্যাথা সয়েছেন কত শত।
সকাল বেলায় বাহির হয়ে আসিতেন গভির রাতে
তোমার মুখের হাঁসি দেখিলে
বেদনা সব যেতেন ভুলে।
বায়না কত ধরেছ তুমি,তাহার সাদ্ধের বাহিরে
অভিমানী সেই তোমাকে
টেনে নিয়েছেন বুকে।
সকাল বেলার সূর্য যেমন সন্ধায় চলে যাবে
মনে রাখো ওরে জ্ঞানপাপিরা
তোমরাও একদিন বৃদ্ধ হবে।