আমি পিছিয়ে পড়া সমাজের লোক
তাই আমি আমার মেয়ে সৎ মেয়ে
বা বোনের মাঝেও আমার মাকে দেখতে পাই।


ওরা বলে আমি পিছিয়ে পড়া সমাজের লোক
তাই আমি নারীকে বলি হে নারী
এমনভাবে চল যেন ওই রাক্ষুসে নজর তোমার উপর না পড়ে।


আমি পিছিয়ে পড়া সমাজের লোক
তাই আমার শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি
হানাহানি-ইভটিজিং,টেন্ডারবাজী-চাঁদাবাজী
বা শিক্ষক লাঞ্ছিত হয়না ছাত্রের হাতে।


আমি পিছিয়ে পড়া সমাজের লোক
তাই আমার হাতে নির্যাতিত হয় না
বাসচালক-রিক্সাচালক,ক্ষুদে বিক্রেতা
এমনকি আমার কাজের লোকটিও।


আমি পিছিয়ে পড়া সমাজের লোক
চার হাজার টাকার বেতনে আমি অনেক খুশি,
আমার স্ত্রী-সন্তান অদ্ভুত পোষাকের জন্য আমায় মারতে আসেনা,
নিজেও মরতে যায়না।


আমি পিছিয়ে পড়া সমাজের লোক
তাই আমার মা-বাবা,দাদা-দাদীর
শেষ আশ্রয়স্থল আমি,
আমি তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই না।


আমি ভালোবাসি আমার দেশকে
আমি ভালোবাসি আমার ভাষাকে
আমি ভালোবাসি আমার সমাজকে
সমাজে বসবাসকারী সকল ধর্মের মানুষকে।


আমি পিছিয়ে পড়া সমাজের লোক
প্রগতিশীলদের কাছে এই আমার আত্মকথন।