খালার কোল জুঁড়ে এলো এক গোলাপের ফুটন্ত কলি
অতি আদুরে ছিলো সে,মুখে দুষ্ট হাসি।
এ ঘর থেকে ও ঘর শুধু করিত খোঁজা খুঁজি
কোথায় তার বড় ভাই আছেন বসি।
ছোট ছোট পাঁয়ে,এগিয়ে চৌকির পাশে দাঁড়িয়ে
হাত বাড়িয়ে দিত ভাই,নাও না কোলে তুলে।
যদি বলতাম,পাপ্পি দা-ও মনি
জড়িয়ে ধরে রাখিত গালে
লম্বা সময়ের পাপ্পি।
কেউ যদি বলিত ''ইসু'',তোর ভাই এসেছে
ছুটে চলে আসিত,রাখতে পারতো না কেউ ধরে।
হঠাৎ এক কাল বৈশাখি ঝড়
উড়িয়ে নিয়ে গেলো সবি
পুকুরের পূর্ণ জলে হারিয়ে গেলো
আমার আদুরে সোনামনি।
আজো চোখে ভাসে ওর মায়াবি শেষ হাসি
জানিয়ে দিয়ে গেলো বুঝি ভাই
যাচ্ছি তোমাদের ছাড়ি।


উৎসর্গ ছোট বোন মরহুমা ইসরাত কে।