প্রাণের গান
====================@@@

গান গেয়ে কেউ পয়সা কুড়ায়
লুটে নেয় কেউ তোড়া,
কেউ গেয়ে আড়ে শীতলতা যাচে
তাড়াতে মনের খরা।

সকলেই গায় দাম পেতে ভবে
বোবারও তো ব্যগ্রতা,
নির্বাক চোখে আমি রয়ে গেনু
আজীবন শুধু শ্রোতা!

*পবিত্র ‘ঈদুল আজহা’র প্রাণঢালা
শুভেচ্ছা রইল সবার প্রতি। ঈদের
মতোই পবিত্র ও আনন্দময় হোক
জীবনের প্রতিটি দিন।
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/০৭/২০২২ইং।




@বোরহানুল ইসলাম লিটন