জলের চাঁদ ও জানবে না কোনদিন! (দু’টি অণু)
=========================@@@

(১) জলের চাঁদ

জলের অতলে আজ ঘুরে এক চাঁদ
বুকের পাঁজরে তার খেলা করে লহরিরা হেসে,
বারে বারে ঢেকে দেয় অমানিশা মুখ
ক্ষণিক কিরণ কিছু পৌঁছে না এ’ পৃথিবীতে এসে।


(২) জানবে না কোনদিন!

অনেক লিখেছি আমি ও’ পথের কথা
লিখেছি অনেক গান শালিকের গাইতো যা সেম,
বুঝতে চেয়েও কিছু পারবে না কেউ
জানবে না কোনদিন
ক্যামনে পাঁজরে জাগে হেম।

=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/০৩/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন