ঘুরাঘুরি
বোরহানুল ইসলাম লিটন


বন বন লাটিম ঘুরে
ফ্যান মাথার উপরে,
চশমা ছাড়া দাদু ঘুরে
ভর বেলা দুপুরে।


হেলিকপ্টারের পাখা ঘুরে
উড়ে চলে আকাশে,
পাগলা তো দেখেই খুশি
ওর চরকি ঘুরে বাতাসে।


নিজ কক্ষে পৃথিবী ঘুরে
গরু তেলের ঘানিতে,
জ্বর গরমে মাথা ঘুরে
বন্ধ হয়ে পানিতে।


চাকা ঘুরে গাড়ি চলে
শব্দ করে গড় গড়,
মায়ের হাতে পাখা ঘুরে
নেই তার অবসর।


সাগরে জাহাজ ঘুরে
ঠিকানা ঐ বন্দর,
বল পেনের বল ঘুরে
লেখা হয় কি সুন্দর।


ঘড়ির কাটা ঘুরে চলে
নিত্য করে ছন্দ,
এই পৃথিবী টাই ধ্বংস হবে
যদি ঘুরাঘুরি হয় বন্ধ।


প্রকাশ কাল
১৪/১২/২০১৯ইং।