একটা প্রশ্ন
======================@@@

বিবেক বৃক্ষ থেকে ছিঁড়ে ক’টা ফুল
ভালোবেসে এক সুহৃদ দিয়েছিলো আমাকে।
বিশ্বাসের সফেদ বসনে মুড়িয়ে
হৃদপিণ্ডের প্রকোষ্ঠে
অতি যত্নে রেখেছিলাম আমি ওদের।
জানতাম শুকিয়ে গেলেও ওরা সুবাস ছড়াবেই।

বেশ কিছু দিন হলো গন্ধ হারা আমি
তাই দেখতে গিয়েছিলাম -
দিব্যি আছে
জিজ্ঞেস করলাম ‘তবে এ অবস্থা কেন?’
জবাব দিলো ‘আমরা তো আজ্ঞাবহ!’

হতাশ হলাম না তবু -
অবাক দু’চোখে শুধু দেখতে লাগলাম
কি করে ’একটা প্রশ্ন’ সুতো ছেঁড়া ঘুড্ডির মতো
ঘুরপাক খায় অবেলার শূন্যাকাশে।

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০৯/২০২২ইং।




@বোরহানুল ইসলাম লিটন