আয় বলে যা!
বোরহানুল ইসলাম লিটন
==========================@@@

আমার আশায় রোজ যে অধর জাগতো হয়ে গোলাপ তুল,
আজ দেখি সে হাসছে সেজে শুভ্র সতেজ কেতক ফুল।
ও শোভিতা আয় বলে যা যায় যদি মান এই হালে
কোন ফুলে মন হাসবে আমার গর্বে সেজে তোদের কুল।

==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১-০৫-২০২১ইং।