অন্তিম আর্জি
বোরহানুল ইসলাম লিটন
=======================@@@

পাপ ভরা এই অন্ধ জীবন  হয়তো লোভের আস্তানা,
দাও যদি দুখ গোসসা করে    ওগো দয়াল রাব্বানা,
আর্জিটা শেষ দাস অধমের রাখতে ক্ষমার শান গুণে
হৃদ শুধু মোর অন্তে করো  তোমার প্রেমের মাস্তানা।

=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/১১/২০২০ইং।