প্রিয় চট্টগ্রাম,
যাপিত জীবনটা আরেকটু সহজ হোলে
হয়তো তোমার বুকে লিখে দিতে পারতাম হৃদয়ের অব্যক্ত সব হাটু ভাঙা কান্না'র গোঙানি'র শব্দ।
যাপিত জীবনে আরেকটু অবসর
সময় পেলে হয়তো তোমার সদর দরোজায় টাঙিয়ে দিতে পারতাম;
জ্বলে পুড়ে আঙটা হোয়ে যাওয়া
জল রঙে আঁকা বুভুক্ষু হৃদয়ের
রাত্রিযাপন'য়ের অবয়ব'য়ের প্রতিকৃতি।
একজন অঞ্জন কুমার'কে তুমি
জানিয়ে দিয়ো;
এই শহরে আমরা হয়তো কোনো এক জন্মে প্রেমিকাদের ছিলাম কিঙবা
প্রেমিকারা কখনওই আমাদের ছিলোনা।
আমাদের প্রেমটা কবিতাদের সাথে'ই হোক।
রাতে'র আড্ডায় কবিতারা সব
যোণি মেলে বসুক।
প্রেমিকা'দের রুহে'র শান্তি কামনায়
পালন করা হোক;রাষ্ট্রীয় শোক।
প্রেমিকাদের আত্মা শান্তি হোক!


মুহাম্মাদ বোরহান উদ্দীন।
২০শে মার্চ ২০১৭।