চোখ বুজতেই;
আদিম কোনো এক উন্মত্ততায়
আমার সারা শরীর জুড়ে জেগে ওঠে
কামুক এক শিহরণ।


আমার আশপাশ চারিধার জুড়ে কেবলই
তোমার ঘর্মাক্ত শরীরে কড়া
প্রসাধনীর  ঘ্রাণ।


চোখ বুজতেই; প্রিয়তমা,
অলিক এক অনুভবে আলতো স্পর্শে
তোমার কনিষ্ঠা অনামিকা
মধ্যমা ছুঁই।


চোখ বুজতেই;
ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জায়গা জুড়ে
তুমি আমি পাশাপাশি শুই।


তোমার অন্তর্বাসের হুক
খুলে অলিক এক প্রেমের মাতমে
কবিতার খাতা ভেবে'ই
স্বাস্থ্যকর সুঠাম সবুজ স্তন জুড়ে
কবিতা'র ছলে লিখে দেই একগুচ্ছ রক্তজবা জুঁই।


ঠোঁটে ঠোঁট!
জঙ্ঘায় জঙ্ঘা!
সশব্দ স্পর্শে দুই ইঞ্চি উর্বর
ফসলি জায়গা জুড়ে
সোনার বাঙলা গড়ার প্রত্যয়ে
রূপকল্প ভিশন-২০৪১ হাইব্রীড বীজ রু'ই।


বোরহানুদ্দীন।


০২/০৬/'১৭