হে বিবশ কন্ঠ,
এবার ওঠো,ক্রুদ্ধ হও।
আয়নার সামনে দাড়াও
প্রশ্ন করো নিজেকে;
-কে আমি?
-কি আমার পরিচয়?
-কি হওয়ার ছিলো কি'ইবা হচ্ছে?
-আমার'ই বা কি করার ছিলো?
-আমি'ই বা কি করছি?
-আমার ঘরে আলো নেই ক্যানো?
-আয়নার ভেতরের প্রতিবিম্বিত
চোখ লাল হোয়ে থাকা ছায়াটা'ই বা কার?


কি হলো চিনতে পারছো না নিজেকে!
অথচ,
আর মাত্র বছর কুড়ি পড়েই হয়তো
তুমি বুড়ো হবে;
চুল দাড়ি গোফ পাঁকবে,চ্যাটানো বুক,
শরীরেরর চামড়ার টানটান ভাব ঢিলে হবে,
হয়তো তুমি লাঠিতে ভর করে হাটবে আর
ততোদিনে তুমি হয়তো কারো
দাদা নানা সম্পর্কের মুরুব্বি টাইপ কেউ একজন হবে!
এভাবেই একদিন তুমি;
সময়ের অতীত কল্পনাতে আফসোসে আফসোসে
মৃত্যু গুণবে।


হে বিবশ কন্ঠ,
আর কত ঘরকুনো হোয়ে থাকবে!
অনেক ঘুমিয়েছো,এবার ওঠো, ক্রুদ্ধ হও।
আলসেমো ছাড়ো,
হাত পা চেলে নড়েচড়ে তোমার আশপাশটা একটু দ্যাখো।


তুমি'ইতো বাঙলাদেশ!
তুমি নির্দিষ্ট কোনো ধর্মের নও,
জাতি কূল বর্ণের নও।
তোমার একটাই পরিচয়;
তুমি ছাপ্পান্ন হাজার বর্গমাইল জায়গা জুড়ে
স্বাধীন-স্বার্বভৌম রাষ্ট্রের এক মানচিত্র,
তুমি নয় ছয় দৈর্ঘ্য-প্রস্থে লালসবুজের
বিস্তৃত এক পতাকা,
তুমি'ই বাঙলাদেশ।


তোমার পোঁদে আজ
অপরাজনৈতিক এক বিষফোঁড়া ; পেকে টনটনে।
ব্যাথা অনুভব করছো অথচ,
লজ্জা লজ্জা লজ্জায় তুমি কিনা এখনো চুপ
করে আছো!


হে বিবশ কন্ঠ,
অনেক ঘুমিয়েছো।
আলসেমো ছাড়ো,
এবার ওঠো,ক্রুদ্ধ হও।


অর্গাজমজনিত কারণে বিছানা কাপড় ভিঁজে গ্যাছে?
ফরজ গোসল করতে হবে?
সিগারেট খেয়ো মূখ হতে বিদঘুটে বাশি
দুর্গন্ধ বের হচ্ছে?
ব্রাশ করতে হবে?
টুথ ব্রাশে পেষ্ট মাখাচ্ছো?


আমি বলছি শোনো...
সময় খুব কম!
এসব কিছু করার চাইতেও ফরজ হয়ে গ্যাছে;
তর্জনী উঁচিয়ে প্রতিবাদী আওয়াজ তুলে
মিছিলে যাওয়ার।
কবিতার খাতায় সিম্পেথিক ভাষায় আর কত!
সময় হোয়ে গ্যাছে;
পিস্তলের ট্রিগারে আঙুল বসাবার,
সময় হোয়ে গ্যাছে;
স্বৈরাচারী শাসকের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে
গণতান্ত্রিক অধিকার আদায়ের কথা বলার,
সময় হোয়ে গ্যাছে;
কর্পোরেট বেশ্যাখ্যাত ক্ষমতাসীন শিয়ালগুলোর
এক এক কোরে ভেল্কিবাজির মুখোশ খুলে নেয়ার,
সময় হোয়ে গ্যাছে;
জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী রাষ্ট্রের
একচ্ছত্র বোকাচোদা সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেয়ার,
সময় হোয়ে গ্যাছে;
অন্ন বস্ত্র বাসস্থান,
নিরাপদ বেঁচে থাকার নিশ্চতার দাবি তোলার।


হে বিবশ কন্ঠ,
অনেক ঘুমিয়েছো।
আলসেমো ছাড়ো,
এবার ওঠো,ক্রুদ্ধ হও
মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে দ্যাশের রাষ্ট্রপ্রধানকে নামিয়ে আনো জনমানুষের
কাতারে।
চৌক্ষে আঙুল দিয়ে দ্যাখিয়ে দাও আমরা ১৬ কোটি জনগণ এক একটা বাঙলাদেশ;
আছি কত দুর্ভোগে।