( সদ্য প্রয়াত চারুকলা সহপাঠী বন্ধু সোহেল, দারু সোহেল .........


   ......... যে শিস্ দিত ...খুব ... )


বায়ুগর্ভে করাঘাত আর শব্দের বাইরে সে হাহাকার যেন
শিস্ মন্ত্র, রাতকপাটে।আনখকম্পনে জাগে    
                 আঁধারতল্লাটে জোনাক নদী,
চেনা সন্তর্পণে পটুতায় খুলে খুলে ছায়া বাঁকল-
ভাবনার কাফন। স্বমৈথুন শীৎকার বিস্ময়ে


হঠাৎ ধোঁয়া নীল, কুয়াশারসে মাখা নিয়নগাছ শহরে
সাজানো ঘুঙ্গুরকাব্যে- বা মৃদু অনিদ্রায়, জাগে আশ্রমবাড়ি
জাগে উড়াল দীর্ঘশ্বাস।


জানি, আর রাত জাগা হবেনা ......।।
আহা রে ...!