তোমাকে সাজাবো বলে
ধার করেছি চড়া সুদে
নিঃশব্দ কথকথা
রাতের জলের ঝিকিমিকি আর
তুষারের সকল শুভ্রতা।।


জীবন বন্ধক দিয়ে
নিয়েছি নীলিমার নীল
শ্রাবনের অঝোর ঝরা,
ঝরে পড়া উল্কা কণা
আর এক আকাশ ঝিকিমিকি তারা।।


তোমাকে সাজাব বলেই
কিনেছি সোনালী রোদ্দুর
সমগ্র সবুজ ধরা
একরাশ উদাসী হাওয়া
তোমাকে এলোমেলো করা।।


বিনা খরচেই পেলাম নদীর উচ্ছলতা
অনুভবে অজানা সুখ
মনের কানায় কানায় কুল কুল শব্দ
ভাঙ্গনের শঙ্কায় দুরু দুরু বুক।।


তোমাকে সাজাবো বলেই
কিনেছি নিকষ কালো আলো
নিকষ অন্ধকারের কণ্ঠহার
তোমাকে মানাবে ভালো।।


একরাশ সোনালী স্বপ্ন
রোদ্দুরে মিশিয়ে আল্পনা
তোমার নুপুর পড়া পায়ে
মাড়িয়ে যাবে বিমূর্ত কল্পনা।।


তোমাকে সাজাবো বলে
কিনেছি অন্তহীন পথ
যে পথে তুমি আর আমি
সীমাহীন সময়ের দ্বৈরথ।।