তুমি ভুল ছিলে পারুল দি,
বলেছিলে একদিন আবার আসবে ঋতু,
আবার হারানো লাল সাদা সবুজ আসবে,
একটি, দুটি করে আবার বারান্দায় অপরাজিতা ফুটবে,
এক-একটি বুনো ক্যাকটাসে ঝাক বেধে ফুল আসবে,
সব ই ভুল বলেছিলে তুমি।
হয়ত সান্তনা দিয়ে ছিলে।


কিনতু আমি তো শান্তনা চাইনি,
রোদ ,বৃষ্টি ,ঝড়ো হাওয়া কিছুই চাইনি,
তবে কেন আসা দিয়েছিলে  আসবে,
কেন বলেছিলে সবই আমার জন্য।
চলে যেতে হলে বুঝি এসব বলতে হয়!
আশার মায়া জালে বুঝি জড়িয়ে যেতে হয়?
ও সব জানি না আমি,উত্তর নেই আমার,
তোমার ওসব অপ্রয়োজনীয় ব্যাথা।


আমার এখন অনেক পরিবর্তন হয়েছে,
দেখলে হয়ত চিনবে না আর,
মাথায় জটা হয়ে কাঁধে নেমেছে,
এখন আর কারো দরকার হয় না আমার।
আমি এখন একা, হাজার লোকের ভিড়েও,
আমার এখন গ্রীষ্ম নেই, বরসা,বসন্ত কিছুই নেই,
আছে শুধু চৈত্র,
আকণ্ঠ এখন ধু ধু চর আমি, জল পাবেনা বুকটা চিড়েও।


সব উলটে দিয়েছি আমি,স্মৃতি সব দিয়েছি ফেলে,
এখন আমি প্রমান করতে পারি,
তুমি ভুল ছিলে পারুল দি,
তুমি আগাগোড়াই ভুল ছিলে।।