শুনেছি ,বসন্ত এসেছে আবার ফিরে,
কানন বালার নুপুরের শব্দ নিয়ে,
ফুলে, ফুলে, ‌সুবাসিত রেনু ভরে,
শুনলাম হাটে...
বসন্ত নাকি আবার এসেছে ফিরে!!


কৃষ্ণচুড়ার রক্ত মেখে গালে,,
স্বর্ণলতার এলোমেলো চালে,
মুকুল, পাতার সবুজ চিঠি খামে,
ধিরে ধিরে, ক্ষণে ক্ষণে ,সে
শরীর বিকোয় ফুলেদের দামে।


মনের দ্বারে কুলুপ এটে আমি,
ডেকেছিলাম, এসো বসন্ত,
বসো আমার পাশে
থাকবে তো এবার ,নাকি চলে যাবে,
নতুন দেহের খোজে,
ফুল ,পাপড়ির খোঁজে!
জড়িয়ে ধরেছিলে কিছু না বলে,
বাসন্তি শাড়িতে তুমি,এলোমেলো চুলে।


সিথি কেটে দিলে আমার জোটানো চুলে,
নিকোটিন পোড়া ঠোটে,
তুমি ঠোট ছোঁয়ালে
আমিও আঁকলাম নীলের আকিবুকি,
তোমার মুক্ত বুকের ভাঁজে,
যেও না গো আর, বসন্ত,
থাকো না, আমার হৃদয় মাঝে।


বসন্ত থাকে নি, চলে গিয়েছে,
রাঙ্গা পলাশ দুটো দেওয়া হয়নি,
ছোট্ট একটি হিজল পাতার চিঠিতে,
লিখেছিল"ভাল থেকো প্রিয়"।।