কবি বন্ধুগণ, আপনাদের সকলের উদ্দেশ্যে এই লেখা। এখানে আমরা সবাই কবি শাব্দিক অর্থে না হলেও ভাবগত অরথে।সবাই কবি হলেও সবার ভাসা শৈলীতা,মিলের ক্ষেত্র,ভাবের জায়গা ও কবিতার সার্থকতা,অর্থ এক নয়।কারও লেখনী অভিজ্ঞ কবিদের মতই।কেউ বা হয়ত কবিতার পথে হামাগুরি দিচ্ছে মাত্র।তাদের উৎসাহ করার পাশাপাশি যদি ছোট ছোট ভুল গুলোকে সঠিক পথ প্রদর্শন করানো যেতো তবে হয়ত তারা উপকৃত হত বেশি।
জানি সবার লিখার ক্ষেত্র বা ভঙ্গিমা ,শব্দ চয়ন এক ভঙ্গির নয়,তাতে মতভেদ থাক্তেই পারে।তথাপি
ভুল যদি পেয়ে যাই কিছু,
শুধরে  নিলে দোষ কি তায়!!
ভুল ঠিক নিয়েই জীবন।
ভুলে লজ্জা কিসের হায়!!



সবার মতামত কাম্য।