এখনও আলো আসে,
ভাঙ্গা জানালাটার  নিরেট কাচের ফাকে,
শুন্যতায় ডুবে থাকা ঘরটাতে
উকি দিয়ে ওঠে একটি মুখ
তাতে হাজার টা প্রশ্ন,তিরোস্কার,
কাটাকুটি,যন্ত্রনার ছাপ।
নিশ্চিহ্ন কত গুলো সুখ।


নির্বাক শব্দে তার একই জিজ্ঞাসা,
বানানো ধর্ম বড়,নাকি ভালবাসা?
ভালবাসা যদি বিধাতারই দান,
ভিন্ন ধর্মে তবে কেন
রক্তাক্ত ভগবান!!


সব নিয়মের চোরাবালি,
আর ধর্মের কঙ্কাল,
অন্ধত্তের চিতায় প্রেম, পোড়ে ধর্মপাল,
ভাঙ্গা জানলার শূন্যতার ফাকে তাই,
সেই চিতায় ঝলসানো মুখ,
ধর্মের কাঁটাতারে সমাজ,
যার জড়িয়ে দিয়েছে সুখ।।