তোমার  কীর্তনে আমরা অটল পবর্তসম,
উম্মত্ত ঢেউয়ে সমুদ্রের মত , তোমার কীর্তনে
আমরা পত্রঝরা কঙ্কাল বৃক্ষের মত ।
শতশত বছরব্যাপী তোমার কীর্তনে আমরা
আজো উন্মাদ আত্মহারা ।


নদীতে চর জাগলো, কত শতলক্ষ কপাল পুড়লো,
সবুজের সমারোহে ঝড় বইলো ।
আর কত কীর্তন তুমি চাও?


মঙ্গল শোভাযাত্রা সর্বজনীন হলো।
তবুও অমঙ্গল ললাটে।


এবারের কীর্তন – তুমি এসো উদ্দাম তরঙ্গে
অসুর বিনাশী কালবৈশাখী হয়ে।
হে নববর্ষ , প্রাতপ্রহরেই শুরু হোক
তোমার অসুর বিনাশী কর্মযজ্ঞ ।