কোনো একদিন; যখন মুখোমুখি দাড়াবো তোর
যদিও তা কখনো সম্ভব নয়,
কেনোনা- এ জন্মের মতো আমাদের দুটি পথ
দু'দিকে বেঁকে গেছে, কেনোনা আমরা
আমাদের দুজনকেই পিছনে রেখে চলে এসেছি বহুদূর, মাড়িয়ে এসেছি ভালোবাসার ফুলে সাজানো
হৃদয়ের পথ,কন্টকাকীর্ণ অতীত !
কেনোনা আমরা এখন কেবলই বর্তমান !
তবু মিরাক্কেল বলতে যা বলে আর কী !
যদি তাই হয়, যদি মুখোমুখি হই দুজন;
যদি পথ বৃত্তের মতো কোনো একদিন
আমাদের পথ দুটিকেও করে দেয় মুখোমুখি-
তখন এই চোখে তুই আর ভালোবাসা দেখবিনা;
দেখবি অজস্র ঘৃণায় জ্বলতে থাকা
কোনো এক জ্বলন্ত আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা।