আমাকে তোমার ভীষণ মনে পড়বে।
যখন বিকেল বেলার ছাদে একাকী পায়চারি করবে-
আমার অভাব তোমাকে তখন খুবলে খুবলে খাবে!
তুমি লজ্জ্বাবতী গাছের মতো গুটিয়ে যাবে-
যখন দেখবে ভালোবাসার তীব্র হাহাকার
তোমায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখছে অক্টোপাসের মতো!
আমাকে তোমার ভীষণ মনে পড়বে।
তোমার সকাল, তোমার বিকেল, তোমার দুপুর, তোমার সন্ধ্যায়-
আমি এসে দাঁড়াবো তোমার আর সব প্রিয় অভ্যাসের মতো।
আমাকে তোমার ভীষণ মনে পড়বে।
তুমি গুটিয়ে যাবে, তুমি কাঁদবে,
আমাকে মনে করে তোমাকে কাঁদতেই হবে।