হেলে দুলে চলে ট্রেন
ঝক ঝকা ঝক শব্দে
কয়লা দিয়ে চলতো নাকি
পুরাণ কোনো অব্দে।
সাঁই সাঁই সাঁই ছুটে সেতো
সমান্তরাল লাইনে
লাল পতাকা দেখলে থামে
সিদ্ধ আছে আইনে।
দিবা রাত্রি সমান তালে
ট্রেন চলে যাত্রী নিয়ে
মাঠ ঘাট সব পিছন ফেলে
যায় ছুটে সে পাল্লা দিয়ে।
ওঠা নামার স্টেশনে
ট্রেন থামে নিয়ম মেনে
চলতি পথে থামে সেতো
শিকলটাকে ধরলে টেনে।
বগির সাথে বগি জুড়ে
ট্রেন চলে আপন সুরে
যাত্রী সেবা যায় দিয়ে সে
বছরের পর বছর ঘুরে।।