আকৃতিতে হলেও মানুষ
নয়তো খাঁটি সবে
চিনতে হবে মানুষকে তার
স্বভাব চরিত্রে।


ফর্সা মলিন লম্বা বেটে
জন্মগত হয়
দামী পোশাক বাড়ী গাড়ী
মাপকাঠি তো নয়।


থাকে যদি মানুষ মাঝে
রিপুর আধিক্য
দেখতে সে যে মানুষ হলেও
হবে যে ত্রুটি যুক্ত।


কাম ক্রোধ লোভ লালসা
হিংসা অহংকার
থাকতে কভু পারবে যে
খাঁটি মানুষ দাবিদার।


থাকে যদি মানুষ মাঝে
হিংস্র পশুত্ব
মানুষ রূপের দেখতে হলেও
হবে সে ঘৃণিত।


মানুষ মাঝে থাকতে হবে
বিনয় ভদ্রতা
শ্রদ্ধা স্নেহ ভালবাসা
ত্যাগের মহিমা।


আরো অধিক মানবীয়
গুনী যদি কেহ হয়
বলবে তাকে মহামানব
সাধারণ সেতো নয়।


মন্দ ভালো উভয় দিকই
মানুষ মাঝে রয়।
কু-প্রবৃত্তি ছাড়লে তবেই
আসল মানুষ হয়।।