প্রতিদিন ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে-
চা পানে দেখি পত্রিকার পাতা উল্টে।
ভালো খবর খুঁজে পাই, যেন কদাচিৎ
খারাপ খবরে ভরা এপিঠ ওপিঠ।
খুন, গুম, ধর্ষণ রোজ শিরোনাম
অনিয়ম, দুর্নীতি আছে অবিরাম।
জবরদখল, সন্ত্রাসী, ধর্মীয় উস্কানি
এমন খবর দেখি নিত্যদিনই।
সাম্প্রদায়িক দাঙ্গা অার জঙ্গি হামলা
আরও দেখি নিত্য রাজনৈতিক মামলা।
চাঁদাবাজি, ডাকাতি, চুরি, ছিনতাই
এসব খবরও যেন রোজ খুঁজে পাই।
মাদক, অপসংস্কৃতি, চোরাকারবারি
থাকে সে তো খবরের পাতা ভরি ভরি।
যৌতুক, ইভটিজিং, নারী নির্যাতন
প্রত্যহ কাগজেতে আছে কোন কোণ।
অজ্ঞান পার্টি, মলম পার্টি, মানব পাচার
চোখে পড়ে এসব ধারাবাহিক ফিচার।
প্রতারনা, দালালি, কালোবাজারি
খবরের পাতা জুড়ে থাকে অাহাজারি।
দুর্ঘটনা, আত্মহত্যা, মানুষ নিখোঁজ
ছবি সহ খবরেতে আসে রোজ রোজ।
পত্রিকা পড়ে শুধু করি হায়! হায়!
সারা দিন কাটে যেন ব্যথিত হৃদয়।
প্রত্যাশা নিয়ে রোজ ঘুমতে যাই
কাল হতে যেন সব সু-খবর পাই।।