নীল রঙা ছাদের ওপর আজ
আঁধার আসলো নেমে
অদ্ভুত এক চাঁদের আলোয়
আমিও গেলাম থেমে


আস্তে আস্তে একে একে
তারারাও ওঠে জেগে
চিনতে গিয়ে যাচ্ছি ভুলে
সত্যিই গেলাম ঠেকে


এভাবেই কি রাত নামে রোজ
আমার শহরের আকাশে
কি পাচ্ছি এভাবে থেকে
সাদাকালো আর ফ্যাকাশে


ঝিলের জলে খেললো আলো
আর লনের এই ঘাসবন
এতেই আমার বড়ো হওয়া
আর মহানাগরিক জীবন