ভাবনা চিন্তা বাড়ছে সাথে
কাজের চাপটা বাড়ছেই
একটা সকাল চাইছি আমি
সময় নেই যে কাছেই


একটা দিনের, একটা সকাল
থাকনা শুধুই আমার
উদ্দাম গতি, উত্তাল স্রোত
বাধা থাকবে না থামার


যে সকালে নীল আকাশ
আর স্বপ্নে ভেজা মেঘ
পাখিরাও আজ মেলুক ডানা
ছাড়া কোনো উদ্বেগ


যে ভোরেতে গভীর বনে
ঝুপঝুপ পড়ে শিশির
অজানা কোনো ফুলের গন্ধে
হয়ে থাক যেন তিমির


আজ বৃষ্টিতে গাছের সাথে
আমিও নিচ্ছি ভিজে
ফুলের গন্ধে, মেঘ আকাশে
চিনতে থাকি নিজে


সেই সকালে সূর্যোদয়
মেটাক মনের রাত
পাহাড় থেকে চেঁচিয়ে
আমি বলবো সুপ্রভাত