কবিতার নাম :- অপেক্ষা।
কলমে :- বিশ্বজিৎ দাস। ( ময়ূর )

স্বপ্ন ছিল মোর তোকে নিয়ে ঘর বাঁধার,
তোকে নিয়ে সারা জীবন থাকার।
তোর দুষ্টুমি কে হালকা প্রশ্রয় দিয়ে
তোকে সারা জীবন আগলে রাখার।

স্বপ্ন ছিল মোর তোকে আরো
বেশি করে কাছে পাওয়ার।
আমার সুখ- দুঃখের দিনে তোকে
আমার সঙ্গী করার।

আজ সব স্বপ্নই সত্যি আমার,
তোকে কাছে পেয়েছি।
তোর মান অভিমান মানিয়ে নিয়ে
তোকে আগলে রেখেছি।

তোর মন কেমনের রাতে
তোর পাশে বিনিদ্র রাত জেগেছি।
তোর অভাব বুঝেছি,
তোর ভালোবাসা বুঝেছি।

আজ জীবনের শেষ পর্যায়ে
এসে দাঁড়িয়েছি তোর সঙ্গে আমি।
জীবনের শেষ পর্যায়ে এসে
আর তো কিছু চাওয়ার থাকে না।
এখন শুধু তুই আর আমি
অপেক্ষা করি মৃত্যুর জন্য।