স্বপ্নগুলো যায় না ছোঁয়া,
দুঃসময়ের গল্পময়।
হৃদয় জুড়ে জমছে ক্ষত,
উড়ছে ধোঁয়া শহরময়।


দহন কালের কাব্য এখন,
তাই কি হৃদয় বেচতে হয়!
এই অবেলায় সবুজ কোথায়?
ধুঁকছি নগর যন্ত্রণায়!


সবুজ গেছে, পাখি গেছে।
পুড়েছে ঘাসের হৃদয়টা।
তবু যে একটা ভোর আসুক,
ছন্দে ফিরুক সকালটা।