॥ অদ্ভুত ॥

কেউ কি জেগে স্বপ্ন দেখে?
রাতে কিম্বা দিনে,
মগজ থেকে বেরিয়ে এসে-
চিন্তা আসে মনে?

চিন্তা যত গভীর রাতে ,
অলিক স্বপ্ন কল্পনাতে।
মনের জমে চাপা অসন্তোষ
পরিশেষে হয় আফশোস।

যদি করি অধিক ভোজন,
প্রাণটা করে হাঁসফাঁস
কোনো কিছু লাগেনা ভালো
চিন্তাগুলো জট পাকালো।

এই সমাজের মধ্যে কত
কিম্ভূতকার এতো এতো
বিদঘুটে তার দুষ্ট হাসি
দেখায় যেন কতখুশি।




--------------------


07/02/2020
বহড়ু