সিগারেটে ফুটো হলো কবির করোটি
কবি, তাই, সব ভোলে; সূর্য-গ্রীষ্ম-রোদ।
মাথায় বিকট চুল: ধূম্রপিন্ড সরস্বতী,
সর্বত্র দাগ--- রক্ত---; রক্ত ও আপদ


সর্বত্র অন্ধকার যদিও নয় বন
ক্বচিৎ ঘিলুর দেশে সূর্যও ওঠে,
তবু, কবি নির্বিকার। বিষাক্ত শ্রাবণ,
যেন, তার সব গিলে পদ্ম হয়ে ফোটে।


কবি মরে, কাঁদে দেশ: কুমীরের বারি
চোখ ফেটে রুধির-বন্যা হবে এইবার;
দুইদিন... চারদিন... পরিবেশ ভারী...
তারপর দাঙ্গা লাগবে--- ফাটকা কারবার...


তবে তোরা ভালো থাক্। সুখ-শান্তি হোক্।
সিগারেটে পুড়ে যাক্ কবির মস্তক।