বাদামি রঙের সন্ধ্যা নামে।
মিছিলে সৃষ্ট তীব্র যানজট, দাবির কোলাহল,
বাসের ধোঁয়ায়, ট্রামের শব্দে
সন্ধ্যা নামে কলেজ স্ট্রিট জুড়ে।
স্বার্থাণ্বেষনের অন্তরালে মহত্ত্বকে
খুব বেশি ছোটো মনে হয়েছিল আমার;
বিমূর্ত রজনীলিপি ---
মূর্ত অবচেতনে আত্মসমালোচনা করে
প্রহর জেগেছি : সারমেয় শাবকেরা ক্ষান্ত হয়নি!
সন্ধ্যা নেমেছে তাও রক্তের স্রোতে,
শিরা ও ধমনী বেয়ে লোহিত কণিকা
শরীরের প্রত্যেক কোশে ছড়িয়েছে।
তখন তো সাঁঝবাতি - চরস - নিকোটিন
প্রত্যেক ফুল আর মানুষ সমার্থক।