শিশির পতনের শব্দ পায়ে পায়ে ঘুরে
প্রত্যেক নিশীথে এই ঘরে ফিরে আসে :
সে আমার আত্মজ, আমি তাকেই ছুঁয়েছি
সে-ই আমার ভবিতব্য এবং ভবিষ্যতহীন
ভূমি কামড়ে দাঁড়িয়ে যেন বন্ধ্যা বটগাছ।


আমি আজও তুলনাহীন; বিষম বিজন
এক কোণে নীল স্বপ্নে সন্তান আমার,
আমি তাকে ছুঁয়ে দেখি হীন অপরাধে
প্রগাঢ় চুমো দিই ঠোঁটে নিবিড় করে বুক---


তুমি, হে চেতনাহীন, চৈতন্য চাও!