মানুষ আজও বেঁচে আছে
পূর্ণচন্দ্রের কোনো কল্পনায় নয়,
খোঁজ নিয়ে দেখতে পারো,
বাস্তবে আজও বেঁচে আছে, যে মানুষ।


তুমি এত ভয় পাচ্ছো কেন?
তুমি কেন এত বেশি কন্ঠরোধ করতে চাইছো
আর পরাজয়ের গ্লানি বয়ে বেড়াচ্ছো দুই ঠোঁটে?
তুমি এত ভয় কেন পাচ্ছো?
অরণ্যের শিখার মতো রুদ্ধ ধ্বনিগুলি
অমর্ত্যবাসীরা সব চিৎকার করে বলবে
সমস্ত শকুনকে অবজ্ঞা করে--- জেনে?


মানুষের কোনোদিনও মৃত্যু হয়না;
শক্তির মতো এক তীব্র অঙ্গীকার: মনুষ্যত্ব
বুকে করে মানুষ বেঁচে থাকে।