হে বসুধা তোমায় প্রণতি জানাই
           ফুলে ফলে ভরা কী অপূর্ব শোভায়
           আর রসে গন্ধে বায়ে ভরে এ ধরায়
           যে প্রেম দিয়েছো তুমি সবারে
           তাই পেতে চায় জন্মে জন্মে বারে বারে ৷
             হে বসুধা ,তুমি তো সবার মাতা
             কী জড় ,কী জীব ,দেখা-অদেখা
              যার রূপ দিতে পারেনা মসিরেখা ,
              সকলেই স্নেহে প্রেমে কর লালন ,
              সৃষ্টি ,বিনাশ সব কিছু হয় তব কারণ ৷
             হে বসুধা ,তুমি রইলেই তুষ্ট
              সব কিছু হয় পরিপুষ্ট,
               তাই তোমারে জানাই প্রণাম,
                জন্ম মৃত্যু খেলা খেল অবিরাম