বাংলা মায়ের কোলে দুটী ছেলে  রোজ দোলে
                  অনেক ভাবের আশা জাগে তাদের আধো বোলে ।।।
                একটা শান্ত ভাবুক করে নিত্য নয়া খেলা
               অন্যটা দামাল করে দেখ খুনসুঁটি সারাবেলা
               ছোট থেকেই বড় ভাবায় নেই কোন ভূল
               একটা জানি রবি অন্যটা দেখি নজরুল ৷
              
                একই গাছে দেখি দু ধরণের ফুল
                একটা জুঁই আর অন্যটা যে বকুল
                 মিষ্টি মধুর গন্ধে সবে করে আকুল
                 তবু তাদের মেনে নিতে করি যে ভূল ।
                 একই গাছে দুইটা পাখি নাচে গায়
                  আমরা শুধু সেদিকে অবাক চোখে চায় ,
                  একটা দোয়েল আর অন্যটা বুলবুল
                    তোএএএএমরা বল ওরা কবিগুরু ও নজরুল ।
                    ‘সঞ্চয়িতা’ও’সঞ্চিতা’য় ভরা যে কাব্যকণা
                     সুধাভরা সুর সৃষ্টি সুমধুর দেয় বল কয়জনা !
                      ‘বাঁধনহারা ‘ , ‘অগ্ণিবীণ,’আমিনা আর ‘বুলবুল’,
                      সেথায় কথায় গানে মজিয়েছে যে নজরুল ৷
                       তেমনি অমল ,অমিত ,লাবণ্য কী গোরা
                        ‘মিনি’,’কেষ্ট,’ ‘ফটিক ‘এদের আছে কি জোড়া!
                        এঁদের লেখায় সন্ধান পায় সংহতিরই মূল
                         সবার প্র্রিয় ভক্তিতে বাঁধিও রবীন্দ্র্র –নজরুল ৷
                         এস দিকে দিকে আজ শ্বেত পারাবত উড়ায় ;
                           আর মাতি সবে কবিগুরু ও নজরুল বন্দনায় ।


                  বাংলা মায়ের কোলে দুটী ছেলে  রোজ দোলে
                  অনেক ভাবের আশা জাগে তাদের আধো বোলে ।।।
                একটা শান্ত ভাবুক করে নিত্য নয়া খেলা
               অন্যটা দামাল করে দেখ খুনসুঁটি সারাবেলা
               ছোট থেকেই বড় ভাবায় নেই কোন ভূল
               একটা জানি রবি অন্যটা দেখি নজরুল ৷
              
                একই গাছে দেখি দু ধরণের ফুল
                একটা জুঁই আর অন্যটা যে বকুল
                 মিষ্টি মধুর গন্ধে সবে করে আকুল
                 তবু তাদের মেনে নিতে করি যে ভূল ।
                 একই গাছে দুইটা পাখি নাচে গায়
                  আমরা শুধু সেদিকে অবাক চোখে চায় ,
                  একটা দোয়েল আর অন্যটা বুলবুল
                    তোএএএএমরা বল ওরা কবিগুরু ও নজরুল ।
                    ‘সঞ্চয়িতা’ও’সঞ্চিতা’য় ভরা যে কাব্যকণা
                     সুধাভরা সুর সৃষ্টি সুমধুর দেয় বল কয়জনা !
                      ‘বাঁধনহারা ‘ , ‘অগ্ণিবীণ,’আমিনা আর ‘বুলবুল’,
                      সেথায় কথায় গানে মজিয়েছে যে নজরুল ৷
                       তেমনি অমল ,অমিত ,লাবণ্য কী গোরা
                        ‘মিনি’,’কেষ্ট,’ ‘ফটিক ‘এদের আছে কি জোড়া!
                        এঁদের লেখায় সন্ধান পায় সংহতিরই মূল
                         সবার প্র্রিয় ভক্তিতে বাঁধিও রবীন্দ্র্র –নজরুল ৷
                         এস দিকে দিকে আজ শ্বেত পারাবত উড়ায় ;
                           আর মাতি সবে কবিগুরু ও নজরুল বন্দনায় ।


                  বাংলা মায়ের কোলে দুটী ছেলে  রোজ দোলে
                  অনেক ভাবের আশা জাগে তাদের আধো বোলে ।।।
                একটা শান্ত ভাবুক করে নিত্য নয়া খেলা
               অন্যটা দামাল করে দেখ খুনসুঁটি সারাবেলা
               ছোট থেকেই বড় ভাবায় নেই কোন ভূল
               একটা জানি রবি অন্যটা দেখি নজরুল ৷
              
                একই গাছে দেখি দু ধরণের ফুল
                একটা জুঁই আর অন্যটা যে বকুল
                 মিষ্টি মধুর গন্ধে সবে করে আকুল
                 তবু তাদের মেনে নিতে করি যে ভূল ।
                 একই গাছে দুইটা পাখি নাচে গায়
                  আমরা শুধু সেদিকে অবাক চোখে চায় ,
                  একটা দোয়েল আর অন্যটা বুলবুল
                    তোএএএএমরা বল ওরা কবিগুরু ও নজরুল ।
                    ‘সঞ্চয়িতা’ও’সঞ্চিতা’য় ভরা যে কাব্যকণা
                     সুধাভরা সুর সৃষ্টি সুমধুর দেয় বল কয়জনা !
                      ‘বাঁধনহারা ‘ , ‘অগ্ণিবীণ,’আমিনা আর ‘বুলবুল’,
                      সেথায় কথায় গানে মজিয়েছে যে নজরুল ৷
                       তেমনি অমল ,অমিত ,লাবণ্য কী গোরা
                        ‘মিনি’,’কেষ্ট,’ ‘ফটিক ‘এদের আছে কি জোড়া!
                        এঁদের লেখায় সন্ধান পায় সংহতিরই মূল
                         সবার প্র্রিয় ভক্তিতে বাঁধিও রবীন্দ্র্র –নজরুল ৷
                         এস দিকে দিকে আজ শ্বেত পারাবত উড়ায় ;
                           আর মাতি সবে কবিগুরু ও নজরুল বন্দনায় ।


                  বাংলা মায়ের কোলে দুটী ছেলে  রোজ দোলে
                  অনেক ভাবের আশা জাগে তাদের আধো বোলে ।।।
                একটা শান্ত ভাবুক করে নিত্য নয়া খেলা
               অন্যটা দামাল করে দেখ খুনসুঁটি সারাবেলা
               ছোট থেকেই বড় ভাবায় নেই কোন ভূল
               একটা জানি রবি অন্যটা দেখি নজরুল ৷
              
                একই গাছে দেখি দু ধরণের ফুল
                একটা জুঁই আর অন্যটা যে বকুল
                 মিষ্টি মধুর গন্ধে সবে করে আকুল
                 তবু তাদের মেনে নিতে করি যে ভূল ।
                 একই গাছে দুইটা পাখি নাচে গায়
                  আমরা শুধু সেদিকে অবাক চোখে চায় ,
                  একটা দোয়েল আর অন্যটা বুলবুল
                    তোএএএএমরা বল ওরা কবিগুরু ও নজরুল ।
                    ‘সঞ্চয়িতা’ও’সঞ্চিতা’য় ভরা যে কাব্যকণা
                     সুধাভরা সুর সৃষ্টি সুমধুর দেয় বল কয়জনা !
                      ‘বাঁধনহারা ‘ , ‘অগ্ণিবীণ,’আমিনা আর ‘বুলবুল’,
                      সেথায় কথায় গানে মজিয়েছে যে নজরুল ৷
                       তেমনি অমল ,অমিত ,লাবণ্য কী গোরা
                        ‘মিনি’,’কেষ্ট,’ ‘ফটিক ‘এদের আছে কি জোড়া!
                        এঁদের লেখায় সন্ধান পায় সংহতিরই মূল
                         সবার প্র্রিয় ভক্তিতে বাঁধিও রবীন্দ্র্র –নজরুল ৷
                         এস দিকে দিকে আজ শ্বেত পারাবত উড়ায় ;
                           আর মাতি সবে কবিগুরু ও নজরুল বন্দনায় ।


                  বাংলা মায়ের কোলে দুটী ছেলে  রোজ দোলে
                  অনেক ভাবের আশা জাগে তাদের আধো বোলে ।।।
                একটা শান্ত ভাবুক করে নিত্য নয়া খেলা
               অন্যটা দামাল করে দেখ খুনসুঁটি সারাবেলা
               ছোট থেকেই বড় ভাবায় নেই কোন ভূল
               একটা জানি রবি অন্যটা দেখি নজরুল ৷
              
                একই গাছে দেখি দু ধরণের ফুল
                একটা জুঁই আর অন্যটা যে বকুল
                 মিষ্টি মধুর গন্ধে সবে করে আকুল
                 তবু তাদের মেনে নিতে করি যে ভূল ।
                 একই গাছে দুইটা পাখি নাচে গায়
                  আমরা শুধু সেদিকে অবাক চোখে চায় ,
                  একটা দোয়েল আর অন্যটা বুলবুল
                    তোএএএএমরা বল ওরা কবিগুরু ও নজরুল ।
                    ‘সঞ্চয়িতা’ও’সঞ্চিতা’য় ভরা যে কাব্যকণা
                     সুধাভরা সুর সৃষ্টি সুমধুর দেয় বল কয়জনা !
                      ‘বাঁধনহারা ‘ , ‘অগ্ণিবীণ,’আমিনা আর ‘বুলবুল’,
                      সেথায় কথায় গানে মজিয়েছে যে নজরুল ৷
                       তেমনি অমল ,অমিত ,লাবণ্য কী গোরা
                        ‘মিনি’,’কেষ্ট,’ ‘ফটিক ‘এদের আছে কি জোড়া!
                        এঁদের লেখায় সন্ধান পায় সংহতিরই মূল
                         সবার প্র্রিয় ভক্তিতে বাঁধিও রবীন্দ্র্র –নজরুল ৷
                         এস দিকে দিকে আজ শ্বেত পারাবত উড়ায় ;
                           আর মাতি সবে কবিগুরু ও নজরুল বন্দনায় ।


                  বাংলা মায়ের কোলে দুটী ছেলে  রোজ দোলে
                  অনেক ভাবের আশা জাগে তাদের আধো বোলে ।।।
                একটা শান্ত ভাবুক করে নিত্য নয়া খেলা
               অন্যটা দামাল করে দেখ খুনসুঁটি সারাবেলা
               ছোট থেকেই বড় ভাবায় নেই কোন ভূল
               একটা জানি রবি অন্যটা দেখি নজরুল ৷
              
                একই গাছে দেখি দু ধরণের ফুল
                একটা জুঁই আর অন্যটা যে বকুল
                 মিষ্টি মধুর গন্ধে সবে করে আকুল
                 তবু তাদের মেনে নিতে করি যে ভূল ।
                 একই গাছে দুইটা পাখি নাচে গায়
                  আমরা শুধু সেদিকে অবাক চোখে চায় ,
                  একটা দোয়েল আর অন্যটা বুলবুল
                    তোএএএএমরা বল ওরা কবিগুরু ও নজরুল ।
                    ‘সঞ্চয়িতা’ও’সঞ্চিতা’য় ভরা যে কাব্যকণা
                     সুধাভরা সুর সৃষ্টি সুমধুর দেয় বল কয়জনা !
                      ‘বাঁধনহারা ‘ , ‘অগ্ণিবীণ,’আমিনা আর ‘বুলবুল’,
                      সেথায় কথায় গানে মজিয়েছে যে নজরুল ৷
                       তেমনি অমল ,অমিত ,লাবণ্য কী গোরা
                        ‘মিনি’,’কেষ্ট,’ ‘ফটিক ‘এদের আছে কি জোড়া!
                        এঁদের লেখায় সন্ধান পায় সংহতিরই মূল
                         সবার প্র্রিয় ভক্তিতে বাঁধিও রবীন্দ্র্র –নজরুল ৷
                         এস দিকে দিকে আজ শ্বেত পারাবত উড়ায় ;
                           আর মাতি সবে কবিগুরু ও নজরুল বন্দনায় ।


                  বাংলা মায়ের কোলে দুটী ছেলে  রোজ দোলে
                  অনেক ভাবের আশা জাগে তাদের আধো বোলে ।।।
                একটা শান্ত ভাবুক করে নিত্য নয়া খেলা
               অন্যটা দামাল করে দেখ খুনসুঁটি সারাবেলা
               ছোট থেকেই বড় ভাবায় নেই কোন ভূল
               একটা জানি রবি অন্যটা দেখি নজরুল ৷
              
                একই গাছে দেখি দু ধরণের ফুল
                একটা জুঁই আর অন্যটা যে বকুল
                 মিষ্টি মধুর গন্ধে সবে করে আকুল
                 তবু তাদের মেনে নিতে করি যে ভূল ।
                 একই গাছে দুইটা পাখি নাচে গায়
                  আমরা শুধু সেদিকে অবাক চোখে চায় ,
                  একটা দোয়েল আর অন্যটা বুলবুল
                    তোএএএএমরা বল ওরা কবিগুরু ও নজরুল ।
                    ‘সঞ্চয়িতা’ও’সঞ্চিতা’য় ভরা যে কাব্যকণা
                     সুধাভরা সুর সৃষ্টি সুমধুর দেয় বল কয়জনা !
                      ‘বাঁধনহারা ‘ , ‘অগ্ণিবীণ,’আমিনা আর ‘বুলবুল’,
                      সেথায় কথায় গানে মজিয়েছে যে নজরুল ৷
                       তেমনি অমল ,অমিত ,লাবণ্য কী গোরা
                        ‘মিনি’,’কেষ্ট,’ ‘ফটিক ‘এদের আছে কি জোড়া!
                        এঁদের লেখায় সন্ধান পায় সংহতিরই মূল
                         সবার প্র্রিয় ভক্তিতে বাঁধিও রবীন্দ্র্র –নজরুল ৷
                         এস দিকে দিকে আজ শ্বেত পারাবত উড়ায় ;
                           আর মাতি সবে কবিগুরু ও নজরুল বন্দনায় ।


                  বাংলা মায়ের কোলে দুটী ছেলে  রোজ দোলে
                  অনেক ভাবের আশা জাগে তাদের আধো বোলে ।।।
                একটা শান্ত ভাবুক করে নিত্য নয়া খেলা
               অন্যটা দামাল করে দেখ খুনসুঁটি সারাবেলা
               ছোট থেকেই বড় ভাবায় নেই কোন ভূল
               একটা জানি রবি অন্যটা দেখি নজরুল ৷
              
                একই গাছে দেখি দু ধরণের ফুল
                একটা জুঁই আর অন্যটা যে বকুল
                 মিষ্টি মধুর গন্ধে সবে করে আকুল
                 তবু তাদের মেনে নিতে করি যে ভূল ।
                 একই গাছে দুইটা পাখি নাচে গায়
                  আমরা শুধু সেদিকে অবাক চোখে চায় ,
                  একটা দোয়েল আর অন্যটা বুলবুল
                    তোএএএএমরা বল ওরা কবিগুরু ও নজরুল ।
                    ‘সঞ্চয়িতা’ও’সঞ্চিতা’য় ভরা যে কাব্যকণা
                     সুধাভরা সুর সৃষ্টি সুমধুর দেয় বল কয়জনা !
                      ‘বাঁধনহারা ‘ , ‘অগ্ণিবীণ,’আমিনা আর ‘বুলবুল’,
                      সেথায় কথায় গানে মজিয়েছে যে নজরুল ৷
                       তেমনি অমল ,অমিত ,লাবণ্য কী গোরা
                        ‘মিনি’,’কেষ্ট,’ ‘ফটিক ‘এদের আছে কি জোড়া!
                        এঁদের লেখায় সন্ধান পায় সংহতিরই মূল
                         সবার প্র্রিয় ভক্তিতে বাঁধিও রবীন্দ্র্র –নজরুল ৷
                         এস দিকে দিকে আজ শ্বেত পারাবত উড়ায় ;
                           আর মাতি সবে কবিগুরু ও নজরুল বন্দনায় ।


                  বাংলা মায়ের কোলে দুটী ছেলে  রোজ দোলে
                  অনেক ভাবের আশা জাগে তাদের আধো বোলে ।।।
                একটা শান্ত ভাবুক করে নিত্য নয়া খেলা
               অন্যটা দামাল করে দেখ খুনসুঁটি সারাবেলা
               ছোট থেকেই বড় ভাবায় নেই কোন ভূল
               একটা জানি রবি অন্যটা দেখি নজরুল ৷
              
                একই গাছে দেখি দু ধরণের ফুল
                একটা জুঁই আর অন্যটা যে বকুল
                 মিষ্টি মধুর গন্ধে সবে করে আকুল
                 তবু তাদের মেনে নিতে করি যে ভূল ।
                 একই গাছে দুইটা পাখি নাচে গায়
                  আমরা শুধু সেদিকে অবাক চোখে চায় ,
                  একটা দোয়েল আর অন্যটা বুলবুল
                    তোএএএএমরা বল ওরা কবিগুরু ও নজরুল ।
                    ‘সঞ্চয়িতা’ও’সঞ্চিতা’য় ভরা যে কাব্যকণা
                     সুধাভরা সুর সৃষ্টি সুমধুর দেয় বল কয়জনা !
                      ‘বাঁধনহারা ‘ , ‘অগ্ণিবীণ,’আমিনা আর ‘বুলবুল’,
                      সেথায় কথায় গানে মজিয়েছে যে নজরুল ৷
                       তেমনি অমল ,অমিত ,লাবণ্য কী গোরা
                        ‘মিনি’,’কেষ্ট,’ ‘ফটিক ‘এদের আছে কি জোড়া!
                        এঁদের লেখায় সন্ধান পায় সংহতিরই মূল
                         সবার প্র্রিয় ভক্তিতে বাঁধিও রবীন্দ্র্র –নজরুল ৷
                         এস দিকে দিকে আজ শ্বেত পারাবত উড়ায় ;
                           আর মাতি সবে কবিগুরু ও নজরুল বন্দনায় ।


                  বাংলা মায়ের কোলে দুটী ছেলে  রোজ দোলে
                  অনেক ভাবের আশা জাগে তাদের আধো বোলে ।।।
                একটা শান্ত ভাবুক করে নিত্য নয়া খেলা
               অন্যটা দামাল করে দেখ খুনসুঁটি সারাবেলা
               ছোট থেকেই বড় ভাবায় নেই কোন ভূল
               একটা জানি রবি অন্যটা দেখি নজরুল ৷
              
                একই গাছে দেখি দু ধরণের ফুল
                একটা জুঁই আর অন্যটা যে বকুল
                 মিষ্টি মধুর গন্ধে সবে করে আকুল
                 তবু তাদের মেনে নিতে করি যে ভূল ।
                 একই গাছে দুইটা পাখি নাচে গায়
                  আমরা শুধু সেদিকে অবাক চোখে চায় ,
                  একটা দোয়েল আর অন্যটা বুলবুল
                    তোএএএএমরা বল ওরা কবিগুরু ও নজরুল ।
                    ‘সঞ্চয়িতা’ও’সঞ্চিতা’য় ভরা যে কাব্যকণা
                     সুধাভরা সুর সৃষ্টি সুমধুর দেয় বল কয়জনা !
                      ‘বাঁধনহারা ‘ , ‘অগ্ণিবীণ,’আমিনা আর ‘বুলবুল’,
                      সেথায় কথায় গানে মজিয়েছে যে নজরুল ৷
                       তেমনি অমল ,অমিত ,লাবণ্য কী গোরা
                        ‘মিনি’,’কেষ্ট,’ ‘ফটিক ‘এদের আছে কি জোড়া!
                        এঁদের লেখায় সন্ধান পায় সংহতিরই মূল
                         সবার প্র্রিয় ভক্তিতে বাঁধিও রবীন্দ্র্র –নজরুল ৷
                         এস দিকে দিকে আজ শ্বেত পারাবত উড়ায় ;
                           আর মাতি সবে কবিগুরু ও নজরুল বন্দনায় ।


                  বাংলা মায়ের কোলে দুটী ছেলে  রোজ দোলে
                  অনেক ভাবের আশা জাগে তাদের আধো বোলে ।।।
                একটা শান্ত ভাবুক করে নিত্য নয়া খেলা
               অন্যটা দামাল করে দেখ খুনসুঁটি সারাবেলা
               ছোট থেকেই বড় ভাবায় নেই কোন ভূল
               একটা জানি রবি অন্যটা দেখি নজরুল ৷
              
                একই গাছে দেখি দু ধরণের ফুল
                একটা জুঁই আর অন্যটা যে বকুল
                 মিষ্টি মধুর গন্ধে সবে করে আকুল
                 তবু তাদের মেনে নিতে করি যে ভূল ।
                 একই গাছে দুইটা পাখি নাচে গায়
                  আমরা শুধু সেদিকে অবাক চোখে চায় ,
                  একটা দোয়েল আর অন্যটা বুলবুল
                    তোএএএএমরা বল ওরা কবিগুরু ও নজরুল ।
                    ‘সঞ্চয়িতা’ও’সঞ্চিতা’য় ভরা যে কাব্যকণা
                     সুধাভরা সুর সৃষ্টি সুমধুর দেয় বল কয়জনা !
                      ‘বাঁধনহারা ‘ , ‘অগ্ণিবীণ,’আমিনা আর ‘বুলবুল’,
                      সেথায় কথায় গানে মজিয়েছে যে নজরুল ৷
                       তেমনি অমল ,অমিত ,লাবণ্য কী গোরা
                        ‘মিনি’,’কেষ্ট,’ ‘ফটিক ‘এদের আছে কি জোড়া!
                        এঁদের লেখায় সন্ধান পায় সংহতিরই মূল
                         সবার প্র্রিয় ভক্তিতে বাঁধিও রবীন্দ্র্র –নজরুল ৷
                         এস দিকে দিকে আজ শ্বেত পারাবত উড়ায় ;
                           আর মাতি সবে কবিগুরু ও নজরুল বন্দনায় ।


                  বাংলা মায়ের কোলে দুটী ছেলে  রোজ দোলে
                  অনেক ভাবের আশা জাগে তাদের আধো বোলে ।।।
                একটা শান্ত ভাবুক করে নিত্য নয়া খেলা
               অন্যটা দামাল করে দেখ খুনসুঁটি সারাবেলা
               ছোট থেকেই বড় ভাবায় নেই কোন ভূল
               একটা জানি রবি অন্যটা দেখি নজরুল ৷
              
                একই গাছে দেখি দু ধরণের ফুল
                একটা জুঁই আর অন্যটা যে বকুল
                 মিষ্টি মধুর গন্ধে সবে করে আকুল
                 তবু তাদের মেনে নিতে করি যে ভূল ।
                 একই গাছে দুইটা পাখি নাচে গায়
                  আমরা শুধু সেদিকে অবাক চোখে চায় ,
                  একটা দোয়েল আর অন্যটা বুলবুল
                    তোএএএএমরা বল ওরা কবিগুরু ও নজরুল ।
                    ‘সঞ্চয়িতা’ও’সঞ্চিতা’য় ভরা যে কাব্যকণা
                     সুধাভরা সুর সৃষ্টি সুমধুর দেয় বল কয়জনা !
                      ‘বাঁধনহারা ‘ , ‘অগ্ণিবীণ,’আমিনা আর ‘বুলবুল’,
                      সেথায় কথায় গানে মজিয়েছে যে নজরুল ৷
                       তেমনি অমল ,অমিত ,লাবণ্য কী গোরা
                        ‘মিনি’,’কেষ্ট,’ ‘ফটিক ‘এদের আছে কি জোড়া!
                        এঁদের লেখায় সন্ধান পায় সংহতিরই মূল
                         সবার প্র্রিয় ভক্তিতে বাঁধিও রবীন্দ্র্র –নজরুল ৷
                         এস দিকে দিকে আজ শ্বেত পারাবত উড়ায় ;
                           আর মাতি সবে কবিগুরু ও নজরুল বন্দনায় ।


ভ্ভ্ভ্ভ