বড় বিচিত্র হেথা প্রকৃতির নির্দেশ
                    পাঁপড়ি শুকায় আর গন্ধ নেয় বিদায়
                     তবুও কাঁটার ঘায়ে থাকে তার আবেশ
                      মৃত্যু নানা বেশে সেথা তবু দেখা যায় ৷
                       বুঝিনা কেন আকাশের নীল বুকে
                       পাখি মনকেন দেখে হতাশার রঙ
                       ভাঁটাপড়া জীবনের সে উৎসমুখে
                       স্বপ্নের জাহাজেও ধরে কেন জঙ্ ৷
                        জানিনা কেন সোনালী দিন হারায়
                       চুপিচুপি ডাক দিয়ে আনে অন্ধকার  ৷
                       সকালের রোদমাখা দিন কেন মিলায়
                        মৃত্যুর কালোমুখ কেন ভাসে বারবার ৷