জানিনা কী কারণে ক্ষণে ক্ষণে করছ ভাঙচুর
                   ঝিমিয়ে থাক বুঝছো নাক কতলোক হোল আতুর ৷
                   মত বিরোধ মনে অবরোধ ভাবেনাক  কি সব কিছু  
                    এই অধীরে দেখ অচিরে  ধ্বংস নেবে তোমার পিছু ৷
                   জাতির ভেদ জাগায় বিভেদ বিনাশে যে সম্রীমাতি
                   বহু বছরের পূর্ব পুরুষের গড়া সে মিলন-রীতি ৷
                 মনের মিল ভাঙে সব খিল গড়ে ঘর, গঞ্জ , দেশ
                 একে অপরের মিলিত কাজের সুবাদেই পুরে উদ্দেশ ৷
                ভাঙতে নয় গড়তে হয় সময়ের ও লোকের সদ্ব্যবহার
               তাই বলি ভাই ভেঙে কাজনাই ,কাজে লাগি দেশ গড়াার ৷