তুমি আর ডাইকো না মোরে রে পাখি
আর ডাইকো না মোরে |
ওরে তোমায় লইয়া ঝগড়া-ঝাটি
লাইগা থাকে ঘরে  |


বুঝাইলে বুঝো না পাখি
বুঝাইবো কি করে |
চারদিকে কত কথা
বাতাসেতে উড়ে  |


চক্ষু লাল করিয়া বুড়ি
দাঁড়াইয়া দোয়ারে |
কথারও আগুনে আমায়
জ্বালাই পুড়াই মারে |


বিপুলে কয় ওরে পাখি
ভাইবো না রে দূরে |
বনের পাখি বনে থাকে
তুমি যে অন্তরে |