বলগো সখী কালার বাঁশি
আইজ কেনে গো বাজে না ?
রাধা রাধা বলে বাঁশি
আইজ কেনে আর ডাকে না!  


কি হইলো কি হইলো সই গো
কিছুই ভালো লাগে না |
কালারও চিন্তাতে আমার
দুইচোখে ঘুম আসে না |


কি কারনে কই লুকাইলো
কি ছিলো তার বেদনা |
কোন্ দোষেতে আমার সাথে
করে কালায় ছলনা |


বিপুল বলে কালার বাঁশি
রাধা ছাড়া হাসে না |
তবে কি সই আগের মতো
কালায় ভালোবাসে না |


কথা || বিপুল চন্দ
সুর || প্রচলিত
শিল্পী || কেশব মজুমদার
সঙ্গীতায়োজন || দেবাশীষ দে পল্লব
লেবেল || kasob mojumdar