তুমি পোড়াবে জেনেও
উঁইপোকা হওয়ার সাধ মিটেনি।
মৃত্যুর ভয়ে যেমন থামেনি
মানব জন্ম।
তোমার ষোল কলার গন্ধ শুঁকে শুঁকে
আমার সহজাত রিপুর ডাক  ছুঁড়েছি তোমার দিকে
শুধু তুমি টের পাওনি।


তোমাকে পাপমুক্ত রাখতে গিয়ে
ভালবাসার পুরুষকে সত্য প্রেমিকার ভূমিকায়
নামান্তর করেছি বারবার ।
তাই বলে, ভেবনা
যৌবনের রিপুর তীব্র তাড়না
তোমাকে খুঁজেনি!
শুধু তুমি টের পাওনি।


সাঁপুড়ের বাঁশি বাজলেও একসময় ক্লান্তি নামে
তাই, জীবনের গোতরে সর্পের খোলস বদলানোর ইচ্ছে
এখনও প্রবল।
সময় গোগ্রাসে গিলেছে অনেক কিছু-
মহাভারতের উপাখ্যান ।
ধ্বংস করতে পারেনি শুধু
আদমের আপেল খাওয়ার তীব্র বাসনা
তাই, হাওয়ার গন্ধে মাতাল আমার আদি মানব
গোপনে বিলাস করে
তোমার নোনাজলের স্বাদ নেবার
শুধু তুমি টের পাওনি।


গঙ্গা  স্নান মক্কা দর্শন কিংবা গয়া ভ্রমণে কি
মানুষের মন পাপ মুক্ত হয় ?
আমার একরোখা পুরুষ তোমার নীল সরোবরে
ডুবে ডুবে সতীত্ব হারিয়েছে বার বার
তোমার দরজায় পৌঁছানোর আগেই
স্বপ্ন তালা ভেঙ্গেছে বহুবার।
তাই, স্বপ্ন সঙ্গমে কিংবা হস্তমৈথুনে
শুনোনি বীর পুরুষের পরাজয়ের আর্তনাদ
শুধু তুমি টের পাওনি।


কেননা, প্রবল ভালবাসা আমাকে অন্ধ করেনি
আমি চাই, তোমাকে পাওয়ার তীব্র বাসনা যেন আমায়
আমরণ তাড়িয়ে বেড়ায় !
-শুধু তুমি টের পাবেনা কোনদিন ।
(২৯/১১/২০১৬)