জ্যোৎস্নার আহ্বান
----------------


খ্যাইসুইউ
চলো দেখি আজ জ্যোৎস্নার নীল আকাশ ?
দেখেছ! নীলে নীলে কেমন নীলাম্বরীর মতো সাঁজ
রূপের রাণী চাঁদ কপালে যেন তিলক ধরিছে লাজ
চলো দেখি জ্যোৎস্নার ভেলা চারিদিকে ভালবাসার সুবাতাস
বুক জুড়ানো তারার মেলা
শুধু দুই জোড়া চোখের কেমন খেলা
আজ শুধু আকাশ দেখো কেমন করে ডেকে যায়
আধার আলোর এই জ্যোৎস্নায়
দেখো, কতো প্রেমিক কেমন ব্যস্ত তোমাকে নিয়ে
আমিও ব্যস্ত তোমাকে নিয়ে কবিতার পাতায়
চলো, শুধু আজ তুমি আমি হারিয়ে যায় সীমাহীনের সিমানায়।


খ্যাইসুইউ
তুমি আজ আমার হৃদয়ের টিক টিক শব্দের জীবনের স্পন্দন
ছুঁয়ে দেখো ওখানে টের পাবে প্রেমের কাতর ঢেউয়ের ক্রন্দন
দেহের নাড়ীরা বাজিয়ে বীণার সুর উপচে পড়ছে অনুভবের তালে তালে
তোমার প্রেমে স্নাত আজ আমার অতৃপ্ত আশারা দুলছে জ্যোৎস্নার ছলে ছলে।


খ্যাইসুইউ
আজ রাতে আর ফিরে যেওনা
দেখো ডাকছে জ্যোৎস্না
দেখো প্রেমিকেরা কেমন দুরন্ত আজ
অশান্ত হৃদয়ে আজ বহিছে শান্তির ভালবাসার সুবাতাস


জানি, জ্যোৎস্নার আহ্বানে আজ ভালবাসারা কাঁদবে অঝোরে।