এই ঈশ্বর ধনীদের পক্ষের,
শুনবেন কেন কথা গরীবের!
যারা মেরে খায় লুটে খায়
পায় যতো আরও চায়
সকালের নাস্তায় অমলেট মাস্ট,
তারাই উপরের কাছে
সবচেয়ে বেশি ঘেষে,
তারাই আবার সব জায়গায় ফাস্ট।
রাস্তায় পড়ে মরে
না খেয়ে ভুগে জ্বরে
যারা আছে আজও বেঁচে হায়!
তাদের প্রাপ্তি কী হবে
দিন যদি শেষ এভাবে,
কে নিবে তাদের জীবনের দায়?
ইস্কাটন, ঢাকা, রাত, ১৭ জানুয়ারি’১৮