এসো হে সুন্দর এসো এসো
এসো প্রাণে মনে
এসো গানে ধ্যানে
এসো বসন্তরুপে
এসো বিজয়োল্লাসে
এসো এসো ॥


ধরণীর ভার
বহিতে নারি আর
হৃদয় ব্যাকুল কেবল
হৃদয়ের ব্যাথা ভারে,
তুমি এসো সুন্দর
এই বুভুক্ষ চিত্তে-
মরমের ব্যথা মোর লাঘবের
তরে।


যেথায় পরাজয়
ধ্বংস আর বিলয়
খেলা করে
নিত্য চিত্ত ‘পর,
ধূলায় লুটাও
বন্ধু হে মোর
অটল সে
গর্ব- অহংকার।


এসো আজ প্রানের গহিনে
এসো হৃদয়ের দহনে
ভালবেসে জড়ায় লহ মোরে
চরণে বরণে।


যে জরা যে খরা
সর্বদা দুখে ভরা
লয় কর হে তারে,
দাও সাড়া।


জীবনের সাধ ঘুচুক এবার
সান্নিধ্য তব।
এসো ভুবনে কুক্ষণে কুজনে
রুপতে নব ॥


ইস্কাটন, ঢাকা, রাত, ২৫ মে’ ১৭