তোর চোখে দেখেছি
                       রং- বসন্ত বন্দনা
                             দীপ্তসমুজ্জ্বল,
যখন সেই রোদেলা সবুজ মাঠে
দক্ষিনা বাতাসে ডানা মেলেছিল
            এক ঝাঁক প্রজাপতি-দল।


তোর কাছে শিখেছি গান
যৌবনে প্রথম
দারুণোচ্ছ্বল,
যখন তোর হাত রাখা ছিল
আমার হাতে- স্পর্শে দারুণ
চঞ্চল।


ইস্কাটন, ঢাকা, রাত, ১৩ মে’১৭