সাদাকালো


কেবল বিহঙ্গের ঝরা পালকের মত- হাওয়ায় ভাসমান-
কেবল রাতের ঝরা ফুলের মত- ভূ-তলে স্তব্ধ মলিন-
তারপরও গন্তব্যের পথে আছ- এই কী মনের দাবি?
তুমি আজ কেবল অতীতের সাদাকালো এক কপি ছবি।


পৃথিবী বদলেছে বহুবার বহুদিন গত,
তোমার রাজন্যের পল্লবশাখে ধূসরতা এখনো খেলা করে তবু!
সেখানে এখনও আসে নাকো দিবসের এক চিলতে রবি।
তুমি আজ কেবল অতীতের সাদাকালো এক কপি ছবি ॥


যে চাহনির ইশারায় তোমার (সেদিন)
হৃদয়মন্থনে ছুটে আসতো তারুণ্যভরা বসন্তেরা- অভূত
তারা আজ কোথায় তুমি জানো কী তমা?
তাদের দিন গুনে গুনে আমি যে আজ আহত
বিহঙ্গের মত, অতীতের তলানী খুড়ে খুঁজি স্বপ্নীল ছায়াছবি।
তুমি সখী আজও কী রবে কেবল অতীতের সাদাকালো এক কপি ছবি? ॥


৩ জুলাই’১৭, মিরপুর, দুপুর